সিলেট সুরমা ডেস্ক : জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার অপর আসামিদের প্রত্যেককে ১০ বছরের করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান। ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত সার তিনি আদালতে পড়ে শোনান।