সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কদমতলী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সভা অনুষ্টিত হয়েছে। বুধবার রাতে স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি তরুণ সমাজকর্মী ও সংগঠক রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এপেক্স সুমন হোসেনের পরিচালনায় সভায় বক্তব্যে রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযু্িক্ত সম্পাদক ও স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির প্রচার সম্পাদক এম এ মালেক , সমিতির সাবেক সাংগঠনিক ও বর্তমান সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুল মুমিন পান্না, সহ-সাধারণ সম্পাদক খালেকুন নূর রাসেল, আবু হানিফ তুহিন, ইয়ছিন আহমদ সাদ্দাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনির আহমদ মনি, সমাজসেবা সম্পাদক পাপ্পু আহমদ, ক্রীড়া সম্পাদক জুবেদ আহমদ, ধর্ম সম্পাদক হাবিব আহমদ, সহ-অর্থ সম্পাদক লাভলু আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক সাদিক উল্লাহ সবুজ, কার্যকরি সদস্য ইমরান আহমদ, বদরুল ইসলাম প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১৭ ফেব্রুয়ারী সমিতির পক্ষ থেকে বনভোজনের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ছাড়া ১৪ ফেব্রুয়ারীর ভেতরে সমিতির সকল সদস্যদের প্রতি ধার্য্যকৃত বনভোজন ফি প্রদানের আহবান জানানোর পাশাপাশি ১৭ ফেব্রুয়ারী কদমতলী পঞ্চায়েতী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সকাল সাড়ে ৮ টায় বনভোজনে যেতে আগ্রহীদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।