• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশের শ্রমবাজার সম্প্রসারণে কনসালদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : রাষ্ট্রপতি এম. আবদুল হামিদ বিদেশে দেশের শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশে কনস্যুলার কোরের (সিসিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বিকেলে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতি বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতে সম্ভাবনাময় খাত খুঁজে বের করতে কনস্যুলারদের নির্দেশ দেন’।
বাংলাদেশ একটি উজ্জ্বল সম্ভাবনার দেশ এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ব্যবসা-বাণিজ্যের বিপুল সম্ভাবনা নিয়ে কনসালদের একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক জোরদারে তাদের নেয়া বিভিন্ন পদক্ষেপ রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সিসিবি একটি অলাভজনক এবং অবৈতনিক কনসালস জেনারেল বা কনসালস ইন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সংস্থা।
অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা এবং চট্রগ্রামে ৪৫টি দেশের অনারারী কনস্যুলার অফিসার্স, কনসাল জেনারেল ও কনসালস রয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।৬ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস)