• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ম্যাচ বাচাঁনোর লড়াই শুরু করলো বাংলাদেশ

প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : পঞ্চম ও শেষ দিনে শ্রীলংকার কাছে চট্টগ্রাম টেস্টে হার এড়ানোর লড়াই শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ২শ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৮১ রান করতে পারে বাংলাদেশ। ফলে ইনিংস হার এড়াতে হাতে থাকা ৭ উইকেটে আরও ১১৯ রান করতে হবে বাংলাদেশকে। আর ম্যাচ ড্র করতে হলে আজ সারাদিনই ব্যাট করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে ওপেনার তামিম ইকবাল ৪১, ইমরুল কায়েস ১৯ ও মুশফিকুর রহিম ২ রান করে আউট হন। ১৮ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন মোমিনুল হক। পঞ্চম দিনের শুরুতে মোমিনুলের সঙ্গী হয়েছেন উইকেটরক্ষক লিটন দাস।
এর আগে, বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। ফলে প্রথম ইনিংস থেকে ২০০ রানের লিড পায় লংকানরা। ৪ ফেব্রুয়ারি ২০১৮ (বাসস)