সিলেট সুরমা ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে তালেবানের বিভিন্ন অবস্থানে সরকারি বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৫ জঙ্গি নিহত হয়েছে। শনিবার পুলিশের মুখপাত্র একথা জানায়। খবর সিনহুয়ার।
মুখপাত্র সাঈদ সারোয়ার হোসাইনি জানান, খাওয়াজা সাবজপোশ এলাকায় অভিযানে তালেবান গ্রুপের চার কমান্ডার রয়েছে। এদের মধ্যে কুখ্যাত জঙ্গি মৌলভী ইউসুফ রয়েছে।
ওই মুখপাত্র আরো জানান, দেশটিতে দীর্ঘ শান্তি নিশ্চিত করতে তালেবানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। ৩ ফেব্রুয়ারি ২০১৮ (বাসস ডেস্ক)