• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হত্যা মামলায় দক্ষিণ সুরমার দু’জনের যাবজ্জীবন

প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে এক আইনজীবীর মা সুরই বিবিকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার সিলাম নয়াপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুস শহীদ ও দক্ষিণ সুরমার কাজির খলা গ্রামরে মৃত নজু মিয়ার ছেলে সালিক মিয়া। তাদের দু’জনকে সাজার পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে সিলেটের মহানগর অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম এ রায় দেন। মামলায় অপর দুই আসামির একজন কাজিরখলা গ্রামের আব্দুল খালিকের ছেলে রাজু আহমদ রাজুর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। অন্য আসামি মামলার বিচার চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন।

আদলতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মাসুক আহমদ জানান, দক্ষিণ সুরমা কাজিরখলা গ্রামের সুরই বিবি হত্যার অভিযোগে তার কন্যা অ্যাডভোকেট জাহানারা বেগম বাদী হয়ে ২০১০ সালের ২৪ অক্টোবর চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।