সিলেট সুরমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সতর্ক করে বলেছেন, উত্তর কোরীয় সরকার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরীর একেবারে কাছাকাছি চলে এসেছে। এক্ষেত্রে পিয়ংইয়ংয়ের এই অগ্রগতি মার্কিন ভূ-খন্ডের জন্য হুমকি হতে পারে। খবর এএফপি’র।
ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির বেপরোয়া তৎপরতা আমাদের ভূখন্ডের জন্য খুব শিগগিরই হুমকি হতে পারে। কখনো যাতে এমন ঘটনা না ঘটে তা প্রতিরোধে আমরা দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা চালিয়ে যাচ্ছি।’ ৩১ জানুয়ারি, ২০১৮ (বাসস ডেস্ক)