সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিলেটে তিন বিশিষ্ট সুফি সাধকের মাজার (দরগাহ) জিয়ারত করেছেন।
শেখ হাসিনা দিনব্যাপী সফরে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রথমে হযরত শাহ্ জালাল (রা.)-এর দরগায় যান এবং সেখানে মাজার জিয়ারত করেন।
এরপর তিনি সিলেট নগরীতে হযরত শাহ্ পরান (রা.) এবং হজরত গাজী বোরহান উদ্দিন (রা.)-এর মাজার শরীফ জিয়ারত করেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনজভায় ভাষণ দেবেন।
সফরে তিনি ১৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ২৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৩০ জানুয়ারি, ২০১৮ (বাসস)