সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার বৈরি সাক্ষী প্রয়াত কামাল উদ্দিন আহমদের দুই অসুস্থ পুত্র ও এক কন্যাকে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রয়াত কামাল উদ্দিনের দুই পুত্র কামরুল হাসান আহমেদ ও খায়রুল হাসান আহমেদ এবং কন্যা মেহের নিনি কামাল প্রধানমন্ত্রীর কাছ থেক অনুদানের এই চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রথম নৌ-উপদেষ্টা কামাল উদ্দিন জিয়াউর রহমানের শাসনামলে মারাত্মকভাবে শারীরিক নির্যাতনের শিকার হন এবং কারাভোগ করেন। পরে তিনি শারীরিক যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যুবরণ করেন।২৯ জানুয়ারি, ২০১৮ (বাসস)