‘‘খেলাধুলা শরীর ও স্বাস্থ্যকে সুস্থ রাখার পাশাপাশি মনকে সতেজ রাখে,লেখাপড়ার সাথে প্রতিদিন খেলাধুলা করলে একজন ভাল মানের খেলোয়ার হয়ে দেশ ও জাতীর জন্য গৌরব অর্জন করা সম্ভব,আর এ জন্য খেলাধুলা ও টুর্নামেন্টের কোনো বিকল্প নেই’’
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডে কদমতলী যুব-সমাজ ও ইত্যাদি মটরস্’র যৌথ উদ্যোগে আয়োজিত ব্যাড মিন্টন প্রতিযোগিতার আয়োজক কমিটির সাথে শনিবার রাতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্টাতা,দৈনিক যুগভেরীর সাবেক সিনিয়র ক্রাইম রিপোর্টার ও সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক সাংবাদিক বাবর হোসেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্টাতা সদস্য এম এ মালেক, কদমতলী যুব-সমাজের সহ-সভাপতি আফজাল হোসেন,সাধারণ সম্পাদক আকতার উদ্দিন নাদির,সহ-সম্পাদক শাহীন আহমদ,ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ বাদশা,অর্থ-সম্পাদক মাহমুদ আলী,সদস্য ও ইত্যাদি মটরস্’র পরিচালক রায়হান আহমদ, সদস্য সেলিম আহমদ(ইঞ্জিনিয়ার),বাবলু হোসেন হৃদয়,কবির আহমদ,হাবিবুর রহমান হাবিব। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সভাপতি রাশেদুল হোসেন সোয়েব, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফরোজ খান, সাধারণ সম্পাদক আহসান হাবীব, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাবেদ আহমদ এমরান দৈনিক যায়যায় দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদ, প্রেস-বিজ্ঞপ্তি।