সিলেট সুরমা ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ১৩ জন নিহত ও তিনজন আহত হয়েছে।শনিবার পুলিশ একথা জানিয়েছে।মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের প্রায় ৩৭৬ কিলোমিটার দক্ষিণে কোলহাপুরে শুক্রবার রাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচগঙ্গা নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গাড়িটি গানপাতিপুল থেকে পুনে যাচ্ছিল।খবরে বলা হয়, দুর্ঘটনার পর কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দিলে তারা সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।পুলিশ জানায়, নিহতরা সকলেই স্থানীয় বাসিন্দা।২৭ জানুয়ারি, ২০১৮ (বাসস ডেস্ক)