• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ শ্রীলংকা

প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত নিয়েছে সফরকারী শ্রীলংকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হয় ম্যাচটি।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১২ রানে হারিয়ে মিরপুর স্টেডিয়ামের শততম ম্যাচে রোমাঞ্চকর জয়ের স্বাদ নেয় জিম্বাবুয়ে। লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলে মাশরাফির বাংলাদেশ।
ফিরতি পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ নেয় শ্রীলংকা। আর নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানে হারায় বাংলাদেশ। তবে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ১০ উইকেটে হারের স্বাদ নেয় টাইগাররা। ফলে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয় শ্রীলংকা।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদি হাসান মিরাজ, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।
শ্রীলংকা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, ধনানঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আসেলা গুনারতেœ, নিরোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান ও বানিদু হাসারাঙ্গা। ২৭ জানুয়ারি ২০১৮ (বাসস)