সিলেট সুরমা ডেস্ক : দক্ষিণ কোরিয়ার মিরাং নগরীর একটি হাসপাতাল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এক দশকেরও বেশী সময়ের মধ্যে দেশটিতে এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা। শুক্রবার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানায়। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মীরা জানান, এ আগুনে ৭০ জনের বেশী লোক দগ্ধ হয়েছে। শুক্রবার সকালে ছয়তলা বিশিষ্ট এ হাসপাতাল ও নার্সিং হোম ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত ঘটে। ২৭ জানুয়ারি, ২০১৮ (বাসস ডেস্ক)