সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেটে হত্যা মামলার আসামী পাথরখেঁকো আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর ক্যাডার বাহিনীর হামলায় গুরুতর আহত হন যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার মামুন হাসান। লিয়াকত বাহিনী কর্তৃক সাংবাদিকদের উপর এ ধরণের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দ।
ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক,দৈনিক যুগভেরীর সাবেক সিনিয়র ক্রাইম রিপোর্টার বাবর হোসেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক এম এ মালেক,ক্লাবের বর্তমান সভাপতি দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব,সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আহসান হাবিব এক লিখিত প্রতিবাদ লিপিতে বলেন,সাংবাদিকদের উপর হামলা চালানো বর্বরতার শামিল। সাংবাদিকদের দমিয়ে রাখতে এ ধরণের হীন হামলা চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি । অভিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান নেতৃবৃন্দরা। প্রেস-বিজ্ঞপ্তি।