• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে হবে : মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৮

দক্ষিণ সুরমায় ৭০ লাখ টাকা ব্যয়ে ৩টি রাস্তার উদ্বোধন
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামদ চৌধুরী বলেছেন, ৩০ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন। তিনি বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ সহ নান সুবিধা বৃদ্ধি পেয়েছে। আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন হতেই থাকবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯ জানুয়ারি শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার, জালালপুর ও লালাবাজারে ৭০ লাখ টাকা ব্যয়ে ৩টি রাস্তার সংস্কার কাজ শেষে পৃথক পৃথক উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও হোসেন আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, লালাবাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান, মোগলাবাজারর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নূরুল ইসলাম মানিক, সাবেক মেম্বার আমির আলী, জোনাব আলী, হাজী জহুর আলী, দেলওয়ার হোসেন রানা, আব্দুল মতিন, চমক আলী, চুনু মিয়া, লয়লু মিয়া, আজাদ মিয়া, সেলিম আহমদ মেম্বার, ডিএইচ খান টিপু, সুহেল আহমদ কর্নেল, নিরূপম চক্রবর্তী শুভ্র, নিজাম উদ্দিন, হেলাল আহমদ, লায়েক আহমদ জিকু, জাকারিয়ারুল হক, আব্দুস সামাদ, দুলাল আহমদ, নন্দনপাল, মঈন উদ্দিন প্রমুখ।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নিজ জালালপুর-বুরুন্ডা-আনিলগঞ্জ বাজার সড়ক, নাজির বাজার-জাফরাবাদ-বাগেরখোলা সড়ক, আরএইচডি (ধরমপুর)-মোহাম্মদপুর (দক্ষিণ সুরমা অংশ) সড়ক ৩টির উদ্বোধন করেন।
এর আগে জালালপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল ও নগদ অর্থ বিতরণ করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি।