• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বেলজিয়ামে গ্যাস বিস্ফোরণের ঘটনা থেকে : দুইটি লাশ উদ্ধার

প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : বেলজিয়ামের উদ্ধার কর্মীরা আন্তওয়ের্প বন্দর নগরীতে সন্দেহজনক গ্যাস বিস্ফোরণস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আরো প্রায় ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রচ- শক্তিশালী ওই বিস্ফোরণে উত্তরাঞ্চলীয় বেলজিয়ামের ডাচভাষী নগরী আন্তওয়ের্প-এর মধ্যাঞ্চলীয় পারদেনমার্কট এলাকায় কয়েকটি বাড়ি ধসে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ এই বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়েছে। ১৬ জানুয়ারি, ২০১৮ (বাসস ডেস্ক)