• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠাবে আওয়ামী লীগ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১২, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনি নোটিশ পাঠানোর জবাবে পাল্টা উকিল নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার কমলাপুরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, দেশি-বিদেশি গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে জিয়া পরিবারের দুর্নীতির খবর তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এসব তথ্য সংবাদমাধ্যম দিয়েছে। এগুলো প্রমাণিত। বিএনপির দুর্নীতি রূপকথার কাহিনীকেও হার মানাবে। প্রধানমন্ত্রীর সৎ সাহস আছে বলে তিনি সত্যকে তুলে ধরেছেন। কিন্তু এতে বিএনপি নেতাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, মিথ্যা উকিল নোটিশ পাঠানোর জন্য তাদেরও উকিল নোটিশ দেওয়া হচ্ছে। অপেক্ষা করুন।

পদ্মাসেতুর অবকাঠামো নির্মাণে দুর্নীতি হচ্ছে- এমন অভিযোগ প্রমাণ করতে না পারলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মামলার মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ফখরুল সাহেব বলছেন, পদ্মাসেতুর ডিজাইনে ভুল আছে। ডিজাইনে ভুল থাকলে তথ্য উপাত্ত নিয়ে আসুন। প্রমাণ না দেখাতে পারলে, আপনাকেও মামলার মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সঞ্চালনা করেন।