বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সমর্থনে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে অ্যাডভোকেট মিসবাহ সিরাজ সমর্থক গোষ্ঠী নামীয় ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নজরুল ইসলাম কামালকে আহবায়ক, ১ম যুগ্ম-আহবায়ক হাজী নুরুল হক, জামাল উদ্দিন রনিকে সমন্নয়কারী করে আরো ৯ জনকে যুগ্ম-আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব এবং অন্যান্য পদ মিলিয়ে মোট ১৯ জনকে নিয়ে এ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য গত ৯ জানুয়ারী মঙ্গলবার লন্ডনের ব্রিকলেনের স্থানীয় একটি রেষ্ট্রুরেন্টে প্রথম গোল টেবিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম কামালের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাজী নুরুল হক , মির্জা আওলাদ বেগ , জামাল উদ্দিন রনি, মাহফুজ আহমদ চৌধুরী শহীদ, জামাল উদ্দিন, শাহ আলম, মোহাম্মদ মকসুদুল ইসলাম জেবুল , এ টি এম কবির, মোজাম্মেল হক সুনাম, কাজি জহিরুল হক, খাইরুল ইসলাম রুজেন, ফয়েজুল আলম খান ফয়েজ, জুবেদুর রশিদ, মুন্না আহমেদ, সেরন চৌধুরী, মোঃ সাজ্জাদুর রহমান, জুবায়ের আহমেদ। সভায় সকলের মতামতের মাধ্যেমে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এর সমর্থনে যুক্তরাজ্য সমর্থক গোষ্ঠী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস-বিজ্ঞপ্তি।