• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের আদালত পাড়ায় আসামীদের হামলায় বাদী আহত,আটক : ৪

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের আদালত পাড়ায় মামলায় হাজিরা দিতে এসে বিবাদী পক্ষের লোকজনের হামলায় বাদী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেট জজ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আজাদ উদ্দিন (৩১),তিনি গোলাপগঞ্জ উপজেলার লামা চন্দরপুর গ্রামের মৃত আব্দুল সোবহান কঠই মিয়ার পুত্র। এ ঘটনায় তাৎক্ষণিক আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা চারজনকে আটক করেছে । আটককৃতরা হলেন লামা চন্দরপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে ইসলাম উদ্দিন, গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিনের ছেলে ছালেক আহমদ ও ওলিউর রহমান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট কতোয়ালী থানায় আহত আজাদ উদ্দিনের বোন শাহানারা বেগম বাদী হয়ে আটক চারজনসহ ৯ জনের নাম উল্লে¬খ করে লিখিত অভিযোগ প্রদান করেছেন। অন্যান্য অভিযুক্তরা হলেন জসিম উদ্দিন, আব্দুস সামাদ আজাদ, মুজিব, সমুজ ও ছাদেক আহমদ। মামলার এজাহার সূত্রে জানা যায়, আজাদ উদ্দিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে বিবাদীদের বিরুদ্ধে ২০১৬ ইংরেজী সালে মামলা দায়ের করেন। মামলা নং ১৪৮/ ২০১৬ ইং । উক্ত মামলার হাজিরা দিতে এসে বিবাদী পক্ষ অতর্কিত হামলা চালায় বাদী আজাদ উদ্দিনের উপর । হামলাকারীরা আজাদ উদ্দিনের মাথা ও পায়ে রড দিয়ে আঘাত করলে আজাদ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। আহতাবস্থায় আজাদ উদ্দিনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আজাদ উদ্দিন ওসমানী হাসপাতলের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে আদালত পাড়া থেকে আটক চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ প্রদান করায় থানা পুলিশ প্রচলিত আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্থুতি নিচ্ছে বলে জানা যায়।