দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী কুচাই ইছরাব আলী হাইস্কুল ও কলেজ মাঠে শুরু হতে যাচ্ছে ১ম সিলেট ড্রিংকিং ওয়াটার ফুটবল টুর্নামেন্ট -২০১৮। তরুণ সংগঠক, কৃতি খেলোয়ার ও সিলেট ড্রিংকিং ওয়াটারের পরিচালক শাহরিয়ার আহমদ রাসেলের উদ্যোগে ও তরুণ সংগঠক আবির আহমদ, ইমু আহমদ, তালহা আহমদ, ইব্রাহিম খলিল, রুহুল আমিন’র পরিচালনায় আগামী ১২ই জানুয়ারী ২০১৮ই তারিখ থেকে ১ম সিলেট ড্রিংকিং ওয়াটার ফুটবল টুর্নামেন্ট -২০১৮ইং অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে পুরুস্কার হিসেবে রয়েছে, ১ম পুরুষ্কার : গোল্ড কাপ ( দাতাঃ সিলেট ড্রিংকিং ওয়াটার, কুচাই, সিলেট),২য় পুরুষ্কার : ফ্রিজ (দাতাঃ একতা গ্রুপ) ৩য় পুরুষ্কার ঃ এল, ই, ডি টিভি (দাতাঃ মা মটরস, চাঁদনী ঘাট রোড, সিলেট) প্রত্যেক খেলায় ম্যান অব দ্যা ম্যাচ থাকবে, (দাতাঃ আলমগীর থাই এন্ড এস, এস কদমতলী, সিলেট) সেরা খেলোওয়ার পুরুষ্কার : গোল্ডেন বুট, (দাতাঃ দিরাই মটরস ,কদমতলী, সিলেট),সেরা গোল দাতার পুরুষ্কার : গোল্ডেন বল, (দাতাঃ মীম এন্টাপ্রাইজজ, শাহী ঈদগাহ, সিলেট), সেরা গোল কিপার পুরুষ্কার : গোল্ডেন গ্লাবস, (দাতাঃ টপ কাট হেয়ার কাটিং, কদমতলী,সিলেট),খেলার নিয়মাবলী (১) বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর প্রচলিত নিয়ম অনুযায়ী খেলা চলবে। (২) এক দলের খেলোয়াড় অন্য দলে কোন ভাবেই খেলতে পারবেন না। (৩) প্রত্যেক টিম নিজস্ব বুট, বল, জার্সি সঙ্গে আনতে হবে। (৪) প্রত্যেক দলে ১১ জন খেলোয়াড় থাকতে হবে। (৫) টিম এন্ট্রি করার সাথে সাথে এন্ট্রি ফি বিকাশের মাধ্যমে পাঠাতে হবে অন্যাথায় টিম এন্ট্রি করা হবে না। টিম এন্ট্রি করাসহ অন্যান্য বিষয়ে যোগাযোগ করতে হলে নিচের মোবাইল নাম্বারে ফোন করা যাবে। যোগাযোগঃ তালহা আহমদ (০১৭৯০০২০৮১৪) ইব্রাহিম খলিল (০১৭২৬২০৬৭৭৬) রুহুল আমিন (০১৭৮৫৬৩২৯২৬)। খেলা চলাকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেন খেলার আয়োজক সিলেট ড্রিংকিং ওয়াটার ও ফাতেমা এন্টাপ্রাইজ’র পরিচালক শাহরিয়ার আহমদ রাসেল। প্রেস-বিজ্ঞপ্তি।