• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সেরা শিক্ষকের এ্যাওয়ার্ড’ -এ ভূষিত হলেন শ্রীমঙ্গলের মোহাম্মদ আল আমিন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : প্রতি বছরের মত এবারো অনুষ্ঠিত হয়েছে শিক্ষক সম্মেলন-২০১৭। যেখানে শিক্ষকদের কাজের স্বীকৃতি ও সন্মাননা প্রদান করা হয়। এই শিক্ষক সম্মেলনে শিক্ষক বাতায়নে ৩ বারের সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতার পুরস্কার পেয়েছেন শ্রীমঙ্গল উপজেলার মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আল আমিন। দেশসেরা ডিজিটাল মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতা শিক্ষকদের নিয়ে‘গুণগত শিখন, টেকসই উন্নয়ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে শিক্ষক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে ১৯-২১ ডিসেম্বর। অনুষ্ঠানটি আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টেলিকনফারেন্সের মাধ্যমে শিক্ষক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিএম হাসিবুল আলম, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, ইউনেস্কোর শিক্ষায় আইসিটি বিষয়ক প্রোগ্রাম স্পেশালিষ্ট Dr. Jonghwi Park। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই প্রোগ্রামের পলিসি এ্যাডভাইজর আনীর চৌধুরী।  মোহাম্মদ আল আমিন বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে সর্বাত্মক সহযোগিতায় শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, কিশোর বাতায়ন, ই-বুক,অ্যাডভান্সড আইসিটি, ক্লাসরুম মনিটরিং এ্যাপসহ নানা উদ্যোগ এর সাথে জড়িত। তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই হতে মৌলবীবাজার জেলার জেলা এ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন।এছাড়াও তিনি মৌলভীবাজার জেলার আইসিটি মাস্টার ট্রেইনার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।তিন মাইক্রোসফট,টেলমগ সহ আরো অনেক কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেছেন। সেরা শিক্ষক নির্বাচিত হওয়ার ব্যাপারে মোহাম্মদ আল আমিন বলেন, আমাদের দেশে প্রায় ১০ লক্ষ শিক্ষক রয়েছেন। তারমধ্যে মধ্যে এই প্রাপ্তি অনেক বড়। একজন শিক্ষক হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা। আমার সব কিছুই সম্ভব হয়েছে আমার অক্লান্ত পরিশ্রম। রাত দিন বাতায়নে শ্রম দিয়েছি। কনটেন্ট তৈরি করে আপলোড করেছি। শিক্ষক বাতায়নের সাথে সম্পর্ক সকল স্যার ম্যাডাম এবং প্যাডাগজি স্যারেরা সাহায্য করেছে বলেই আজকে আমার এই অর্জন। তিনি ধন্যবাদ এ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রিয় শিক্ষক বাতায়ন ও শিক্ষক বাতায়নের সহকর্মীবৃন্দের প্রতি, এটুআই তথা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমস্ত কর্মকর্তাবৃন্দের প্রতি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উনার শ্রদ্ধাভাজন সিলেট টিটিসির সম্মানিত শিক্ষক মহোদয়গনকে MD Shakhawat Hossain Sir, Md Didar Chowdhury Sir, Abdullah Al-Mahmood Sir, Mst.Umma Habiba Madam, Md. Nazrul Islam Sir, Md. Arif Hasan Sir, principal Md.Mizbaur Rahman Sir. তিনি আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন  আব্দুস সামাদ, প্রধান শিক্ষক, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, এ এস এম আব্দুল ওয়াদুদ, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজার, দীলিপ কুমার বর্ধন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,শ্রীমঙ্গল,  সঞ্জিত কুমার দাস,উপজেলা একাডেমিক সুপাভাইজার,শ্রীমঙ্গল।  আল আমিন বলেন আমার অর্জন আমি “মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের”-প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র/ছাত্রীবৃন্দ এবং আমার মা বাবা সহ আমার সকল শুভানুধ্যায়ীকে উৎসর্গ করলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই প্রোগ্রামের ই-লার্নিং স্পেশালিস্ট প্রফেসর ফারুক আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি স্পেশালিস্ট (এডুকেশনাল ইনোভেশন) আফজাল হোসেন সারওয়ার, এটুআই প্রোগ্রাম, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।