• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৭

বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী স্বনামধন্য সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামের ‘মুক্ত প্রাঙ্গনে’ সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠানের ১ম পর্বে সংগঠনের পৃষ্টপোষক সদস্য মো. ছাবেদ হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও পৃষ্টপোষক সদস্য রকি দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ।
অনুষ্ঠানের ২য় পর্বে বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পৃষ্টপোষক সদস্য অমর চন্দ্র দাসের সভখাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও পৃষ্টপোষক সদস্য রকি দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ নেতা, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, ১৩,১৪ ও ১৫নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দিবা রানী দে বালী, সম্মিলিত নাট্য পরিষদের সহ সভাপতি অরুন দেবনাথ সাগর, বিভাগীয় যুব পদক প্রাপ্ত যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেফুল, মহানগর যুবলীগ নেতা আনিসুর রহমান তিতাস, অ্যাডভোকেট মামুনুর রশীদ, বিশ্বজিৎ দাস বিপ্লব, এম এহসানুর করিম মিশু, কানাইঘাট পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ মিয়া, সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক বিমন চন্দ্র দাস, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ. এম. শিহাব উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আনোয়ার আলী রাজ, তাহের হোসেন, রূপম তালুকদার, রঞ্জন দাস, রক্তিম রায়, অপু কর, টিটন পাল, পিন্টু দেবনাথ, রুবেল আহমদ, আগশ দেবনাথ, গোবিন্দ নাইডু, সঞ্জয় দাস, মো. মোজাহিদুল ইসলাম, মামুনুর রশিদ, বিপুল চন্দ, জুবায়ের আহমদ চৌধুরী, সুমন শীল, বিজয় কৃষ্ণ সরকার, রাজীব সরকার, শাহীন আহমদ ফারুক, মো. আক্তার হোসাইন, বিদ্যুৎ কান্তি সরকার, সৌরভ তরফদার, সৈয়দ তায়েফ, পাপলু দাস, শেখ জাহেদ আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি