• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মা হচ্ছেন বিপাশা বসু !

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০১৭

মা হচ্ছেন বিপাশা বসু! মুম্বাইয়ের খার-এর একটি হাসপাতালে বলিউড অভিনেত্রীকে দেখা যাওয়ার পর থেকে এমন গুঞ্জন ডালাপালা মেলেছে। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী করণ সিং গ্রোভারও। গুঞ্জনের আরও একটি কারণ, খারের ওই হাসপাতালেই এর আগেও বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী সন্তানের জন্ম দিয়েছেন। যদিও তারকা দম্পতির মুখপাত্র বিপাশার প্রেগন্যান্সির কথা অস্বাকীর করেছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই। গুঞ্জন উঠা প্রেগন্যান্সির খবর সম্পূর্ণ মিথ্যা। এটা একটি সংবেদনশীল বিষয় এবং কিছু মানুষ গুঞ্জন ছড়িয়ে সেটার স্বাদ নিতে চাচ্ছেন।

জন আব্রামের সঙ্গে ব্রেক আপের পর ‘অ্যালন’ ছবিতে অভিনয়ের সময় করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা বসু। এরপর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

 

বিডি-প্রতিদিন