এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা -৪ এর শ্রেষ্ঠ ক্লাব সভাপতি এপেক্সীয়ান মো: নাজমুল হুদা ও বেষ্ট এপেক্সিয়ান এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ নির্বাচিত ।
শুক্রবার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ এর বার্ষিক সম্মেলন এ ঘোষনা দেওয়া হয় ।
জেলা -৪ এর বিপুল সংখ্যক এপেক্সিয়াদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে জেলার ১৫ টি চাটার্ট ক্লাব ও জেলা গভর্নর এর ২০১৭ বর্ষের সার্বিক কার্যক্রমের আলোচনা – সমালোচনার ভিত্তিতে বার্ষিক প্রতিবেদন উপস্থিত ডেলিগেট বৃন্দের সরাসরি ভোটে গৃহীত হয়। পরে জেলা গভর্নর এপেক্সিয়ান এড. মিসবাহুর রহমান আলম ১৫ টি ক্লাব ও সকল এপেক্সিয়ানদের কার্যক্রম মুল্যায়ন করে বাৎসরিক এওয়ার্ড প্রদান করেন।
এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর ২০১৭ ইং সালের সভাপতি এপে: মো: নাজমুল হুদা শ্রেষ্ঠ ক্লাব সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য ২০১৭ ইং বর্ষে প্রেসিডেন্ট এপে: মো: নাজমুল হুদার নেতৃত্বে এপেক্সে সার্বিক কার্যক্রমের জন্য এপেক্স ক্লাব অব গ্রীন হিলসও জেলা -৪ এর শ্রেষ্ঠ ক্লাব নির্বাচিত হয়। পেশাগত জীবনে এপে: মো: নাজমুল হুদা একজন সরকারী চাকুরিজিবি। তিনি সিলেট রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছেন।
একিসাথে জেলা-৪ তথা বৃহত্তর সিলেটের পাচ শতাধিক এপেক্সিয়ানদের মধ্যে এপেক্সের সার্বিক কার্যক্রমের জন্য এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের অতীত সভাপতি এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ জেলা -৪ এ ২০১৭বর্ষের বেষ্ট এপেক্সিয়ান হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য এপে: শাহেদুর রহমান শাহেদ ২০১৭ বর্ষে জেলা -৪ এ সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছেন। পেশাগত জীবনে এপে: শাহেদুর রহমান শাহেদ একজন সফল ব্যাবসায়ী।
জেলা -৪ এর উক্ত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজিবী সমিতির সাবেক সভাপতি এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে : এড.আব্দুর খালিক, এপে: এড. এ কে এম শমিউল আলম ও সিলেট জেলা বারের বর্তমান সভাপতি এড. মো : লালা প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।