দক্ষিণ সুরমা ক্রিকেট এন্ড ফুটবল একাডেমীর উদ্বোধণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালনসহ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগের মাধ্যমে দক্ষিণ সুরমা ক্রিকেট এন্ড ফুটবল একাডেমী আত্মপ্রকাশ করে। শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিকেলে দক্ষিণ সুরমার শিববাড়ীস্থ জহির তাহির মেমোরিয়েল হাই স্কুল সংলগ্ন মাঠে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও দক্ষিণ সুরমা ক্রিকেট এন্ড ফুটবল একাডেমীর উপদেষ্টা মন্ডলীর সভাপতি আজম খান। দক্ষিণ সুরমা ক্রিকেট এন্ড ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও আর্ন্তজাতিক মানবাধিকার দূনীতিদমন সংস্থা সিলেট জেলা শাখার সভাপতি ডাঃ মুহিবুর রহমান মুহিতের সভাপতিত্বে ও সু-কন্ঠী ধারাভাষ্যকার শিপু আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওর্য়াড কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস লিপন,বীর মক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ হাজী রফিকুল হক,২৭নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা ক্রিকেট এন্ড ফুটবল একাডেমীর উপদেষ্ঠা মোঃ ছয়েফ খান,বিশিষ্ট ব্যবসায়ী ও আজাদ শপিং কমপ্লেসের সভাপতি হাজী মানিক মিয়া, ব্যবসায়ী কাওছার আহমদ রিপন, আর্ন্তজাতিক মানবাধিকার ্ও দূনীতি ধমন সংস্থাার সিলেট জেলার মহিলা সম্পাদিকা এডভোকেট চাদনী মনি,২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম শামীম,্ও দক্ষিণ সুরমা ক্রিকেট এন্ড ফুটবল একাডেমীর উপদেষ্টা ও তরুন ব্যবসায়ী আব্দুস সালাম,ঢাকা ডায়নামইটস্ এর খেলোয়ার সিলেটের কৃতি সন্তান খালেদ আহমদ(বুলেট খালেদ)। অনুষ্টান শেষে প্রধান অতিথি প্রীতি ফুটবল ম্যচের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন । প্রেস-বিজ্ঞপ্তি।