• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মহান বিজয় দিবসে কুচাই ইউনিয়ন ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্টিত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে কুচাই ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিজয় র‌্যালী ও বিজয় মিছিল মিছিল অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় কুচাই ইছরাব আলী কলেজে সামন থেকে মিছিলটি শুরু করে আলমপুরস্থ কুচাই ইউনিয়ন অফিস সংলগ্ন শহিদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। কুচাই ইউনিয়ন ছাত্রদল নেতা রুহুল আমিন ও সামাদ আহমদের যৌথ পরিচালনায় মিছিলে উপস্থিত ছিলেন , সিলেট জেলা ছাত্রদল নেতা তালহা আহমদ , সাইদুল ইসলাম, সাকিল , সৈয়দ সাব্বির , মান্না ,মাহি , মাসুদ, মামুন, বাদশাহ বক্ত, আফজল ,ফাহিম হোসেন , রওনক ,রনি, ইমন, জুনেদ, রাফি, ইফতি, রাফাদ, মোজাম্মেল , সুমন, তাহমিদ, সাজ্জাদ , আসাদ , আনিছ, কাওছার, সুয়েব, মুরাদ , নাদির, লাহিন, ইমরান, রিহান, জাফরান, নিজাম, কাওছার, আনোয়ার, ইকবাল, জাকির, মিলাদ, হাসনাত, ওয়েছ, মুবিন, রায়হান, আনীছুল,মিজান, জাহেদ, কালাম, ইমন, প্রমূখ। প্রেস-বিজ্ঞপ্তি