সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে চার জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর)বিকেল ৫টার দিকে ছাতক উপজেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চার জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।
নিহতরা হচ্ছেন- বিশ্বনাথের মাহতাবপুরের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৭), সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজার শেখপাড়া গ্রামের সোরাব আলীর ছেলে রাজু আহমদ (৩৫), একই গ্রামের ফজলুল হকের ছেলে তায়েফ (২৭) ও ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের শাহজাহান (৩০)।
জানা যায়, ছাতকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারযোগে চার যুবক সিলেটের টুকেরবাজারের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর নামক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চার যুবক নিহত হন।
খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করে।