• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে আরিফ মিয়া (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এঘটনাটি ঘটে। আরিফ উপজেলার আশারকান্দি ইউনিয়নের ধাওরাই মাঝপাড়া গ্রামের ইয়াওর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আরিফ মিয়া স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে সাঁকো দিয়ে খাল পারাপারের সময় পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ পানি থেকে উদ্ধার করেন।

মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা। তিনি ঘটনাস্থল পরিদর্শন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।