সিলেট সুরমা ডেস্ক : মারা গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা শশী কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার (৪ ডিসেম্বর) মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শশী কাপুরকে রোববার (৩ ডিসেম্বর) রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সোমবার প্রয়াত হলেন বলিউডের এই অভিনেতা।
উল্লেখ্য, শশী কাপুর প্রায় ১২০টি বলিউড ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত অনেক ছবি হিট-সুপারহিট হয়। ’৬০ ও ’৭০ দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেতাও ধরা হয়ে থাকে তাকে। অভিনয়ে অসাধারণ অবদান রাখার জন্য ২০১১ সালে তাকে পদ্মভূষণ সম্মাননা দেয় হয়। বলিউডের কাপুর বংশের জনপ্রিয় এই তারকা হলেন ভারতের বিশিষ্ট অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের দ্বিতীয় পুত্র। তার ছোট ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুর। শশী কাপুর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘ওয়াক্ত’, ‘কাভি কাভি’, আওয়ারা, ‘আ গালে লাগ জা’, ‘রোটি কাপড়া অউর মাকান’, ‘হিরালাল পান্নালাল’, ‘দিওয়ার’ প্রভৃতি।