• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার মুক্তাদিরসহ ৮জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ ৮জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানায় এ অভিযোগ দায়ের করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও এপিপি নূরে আলম সিরাজী। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

অভিযুক্তরা হলেন- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন, আবুল কাশেম, আবুল হাসনাত, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আলী, জইন উদ্দিন, দুলাল রেজা। উল্লেখিত ৮জনসহ অজ্ঞাত আরও ৬০-৭০জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার শিবের বাজার ২ নং হাটখোলা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানে আজির উদ্দিনকে সংবর্ধনার আয়োজন করেন সিলেট সদর উপজেলা বিএনপি। এসময় পরিষদে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখা হয়।

আরও জানা গেছে, অভিযুক্তরা রাষ্ট্রি কাঠামোর সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এবং স্বাধীন বাংলাদেশের চেতনায় আঘাত হানতে বিভিন্ন সময় গোপন বৈঠকে মিলিত হন। অভিযুক্তরা মুক্তিযোদ্ধের চেতনার বিরুদ্ধে প্রকাশ্যে ও বেপরোয়াভাবে রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছেন। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগকারী এপিপি নূরে আলম সিরাজী অভিযুক্তদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে গত শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জালালাবাদ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।