• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তিন কিশোরের চিকিৎসার অনুদানের চেক বিতরণ করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৭

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের মাতৃভূমির প্রতি ভালবাসা রয়েছে। ভালোবাসা আছে বলেই তারা এদেশের অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন। তথ্য প্রযুক্তির সুবিধা থাকায় প্রবাসীরা সব সময় দেশের মানুষের অবস্থান সম্পর্কে সহজেই জানতে পারেন এবং একে অপরের সাথে যোগাযোগ সহজতর হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘হৃদয় ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের’ মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলার এক অসহায় পরিবারে সাহায্যে তারা বিশেষ অবদান রাখছেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার বিকেলে ‘হৃদয় ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের’ পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জের কিশোর কিডনী অকেজু মিতু ও একই উপজেলার ক্যান্সার আক্রান্ত সফিকুল ইসলাম রবিন ও শিমুল দেব নাথ দীপুর চিকিৎসার জন্য ৩ লাখ টাকা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে, সমাজকর্মী মুহিত আহমদ শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, মাইজগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ‘হৃদয় ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের’ উপদেষ্টা শাহজাহান শাহ, লুৎফুর রহমান, গ্রুপের সহ সভাপতি আলহাজ্ব রেদওয়ানুর রহমান, সিনিয়র সহ সভাপতি রাসেল আহমদ শাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল আউয়াল কয়েস, দিদারুল হাসান শিহাব, মাহবুবুল ইসলাম মিসলু প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।