• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেটে যুবদলের মিছিল

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন, তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে যুবদল সিলেট জেলা ও মহানগর শাখা। সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে সিলেট নগরীর রংমহল পয়েন্ট থেকে বাদ জুম্মা বিক্ষোভ মিছিল’টি শুরু হয়ে বন্দরবাজার সিটি পয়েন্ট মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মহানগর যুবদলের সিনিয়র নেতা আব্দুল আজিজের পরিচালনায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামগুলোর হরতালে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এ পরোয়ানা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসামূলক।

মামুন বলেন ক’দিন ধরে সর্বোচ্চ আদালতের ওপর সরকারের বেপরোয়া আস্ফালনে দেশবাসী বিমূঢ় ও বিস্ময়ে হতবাক। এখন সেই আস্ফালনে উৎসাহিত হয়ে সরকার বিএনপি চেয়ারপারসন’সহ জাতীয়তাবাদী শক্তির ওপর আক্রমণ শুরু করেছে। যার বহিঃপ্রকাশ হল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।অবিলম্বে এ পরোয়ানা প্রত্যাহার করে না নিলে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন যুবদল নেতারা।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, মহানগর যুবদল নেতা শামীম মজুমদার, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, ছাব্বির আহমদ, আলী আকবর, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, শরীফ উদ্দিন মেহেদী, মইনুল ইসলাম মঞ্জু, সাইদুর রহমান সাঈদ, আব্দুস সোবহান, শফিক নূর, সালাউদ্দিন, সাহেদ আহমদ, মোঃ মঈন উদ্দিন, সাইদুল ইসলাম, নুরুল মুক্তাদিন বাদশা, শাহজাহান আহমদ জুয়েল, গিয়াস আহমদ, আব্দুল মুকিত সুমেল, এনামুল ইসলাম লায়েছ, আসাদুজ্জামান আসাদ, নজরুল ইসলাম, সাজ্জাদ হোসেন দুদু, তমিজুল ইসলাম, আব্দুস সালাম, শানু শিকদার, আব্দুর রকিব মুস্তাক, খালেদ আহমদ, এনামুল হক পাবেল, ফরহাদ তুহিন, আলম আহমদ, আশফাকুর রহমান, আব্দুস সাহিদ, হাবিবুর রহমান, মুস্তাক আহমদ, আনোয়ার আলী, এহসান আহমদ চৌধুরী, এমদাদুর রহমান ইমজাদ, মোঃ জুয়েল, মকদ্দছ আলী, সিদ্দিকুর রহমান রুহেল, মোঃ ইয়াছিন, শিপন চন্দ, খালেদ আহমদ, রুস্তুম আলী, সেবুল আহমদ, জুনেদ আহমদ, আব্দুল মন্নান’সহ নেতাকর্মীরা।