সিলেট সুরমা ডেস্ক : সদ্য ঘোষিত রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের এডহক কমিটি স্থগিতের আদেশ দিয়েছেন মহামান্য হাই কোর্ট। আজ সোমবার উচ্চ আদালতের বিচারক নাঈমা হায়দার ও জাফর আহমেদ এক আদেশে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সদ্য ঘোষিত এডহক কমিটি স্থগিত করার পাশাপাশি পূর্ব শিডিউল অনুযায়ী নির্বাচন যথারীতি ৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার নির্দেশ দেন। এ ছাড়া আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ ইং পর্যন্ত পূর্বের কমিটির যথারীতি কার্যক্রম চলবে এবং বর্তমান ঘোষিত এডহক কমিটি সকল কার্যক্রম স্থগিত করা হয়। উল্লেখ্য নির্বাচন ছাড়াই রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নতুন কমিটি ঘোষনা করা হলে উচ্চ আদালতে এ ব্যাপারে আপিল করা হয়। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন,নির্বাচন ছাড়া বর্তমানে যে কমিটি ঘোষনা করা হয়েছে,তা মহামান্য হাই কোর্ট স্থগিত করেছেন। আদালতের এ রায়ে তিনি সন্তুষ্ট ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন,দু-একদিনের ভেতর সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে নিয়ে তিনি রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যক্রমের সমূহ বিবরণ প্রকাশ করবেন।