• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার ২

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ইয়াবা ও গাজা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাচনা বাজার ইউনিয়নের সাচনা সি এন বি রোডে ও দুলর্ভপুর রোডে ওয়াহিদ মিয়ার চায়ের দোকানের সামনে থেকে ২জনকে ৬শত ৫০ গ্রাম গাজা ও ৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামের মো: মহব্বত আলীর ছেলে আলমগীর (৩৫) ও একই গ্রামের রাজেন্দ্র চন্দ্র শীলের ছেলে নিরেন চন্দ্র শীল (৩০)।

জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, এ.এস.আই উসমান গণি ও মোসলেহ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ আসামীদের সাথে থাকা ৬শত ৫০ গ্রাম গাজা ও ৫ পিস ইয়াবা সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসেম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের পূর্বেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার করা হয়। তবে তারা আদালত থেকে জামিন নিয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে পূনরায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।