• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হযরত শাহপরাণ (রহ.) বাৎসরিক ওরস ২৪ নভেম্বর শুরু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৭

কুতুবুল আফতাব শেখউল মাশায়েখ শাহেন শাহ অলি হযরত শাহপরাণ (রহ.) এর বাৎসরিক ওরস আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী ওরসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় খতমে কোরআন, বাদ আসর দোয়া ও রাতে জিকির আজকার এবং মিলাদ মাহফিল। পরদিন ২৫ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো, বাদ জোহর গরু জবেহ, সারারাত জিকির আজকার ও মিলাদ মাহফিল এবং ভোর ৪ টায় ফাতেহা পাঠ। ওরসের শেষ দিন ২৬ নভেম্বর বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হবে। একই দিন বাদ আছর শরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম সম্পন্ন হবে।
ওরস সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন মাজারের মতোয়াল্লী সৈয়দ মামুনুর রশিদ। এক বিবৃতিতে তিনি ওরসে শান্তি শৃঙ্খলা, অনৈতিক সকল কার্যকলাপ ও মাইক ব্যাবহার করা থেকে বিরত থাকার জন্য ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি।