সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ২০ বছর বয়সের এব যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঐ যুবকের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।
আজ বুধবার (০৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে সদর উপজেলার হালুয়াঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোস জানান- বিকেলে স্থানীয়রা সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।