সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ও পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) পৃথক পৃথক অভিযানে জগন্নাথপুরের ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। এদিকে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানা পুলিশের একটি দল মঙ্গলবার (৭নভেম্বর) সকালে ৩ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী ও ২লক্ষ ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামী আদর মিয়াকে গ্রেপ্তার করে। আসামী আদির মিয়া উপজেলার পাটলী ইউনিয়নে চকাছিমপুর গ্রামের আব্দুল হাসিম ছেলে।
অপর এক অভিযানে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আনহার মিয়াকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আনহার মিয়া পৌর শহরের হবিবপুর (দুলারপাড়া) এলাকার মৃত মুসলিম উল্লাহর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান।