• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা আলী আহমদের হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন : দোয়া কামনা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২, ২০১৭

নিজাম ইউ জায়গীরদার :::: সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারন সম্পাদক জননেতা আলী আহমদের হার্টে বাইপাস সার্জারি (অস্ত্রোপচার) সম্পন্ন হয়েছে। বুধবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। খবরটি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট ফখরুল হক।

বিএনপি নেতা এডভোকেট ফখরুল হক জানান, বুধবার সকালে ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার করা হয় বিএনপি নেতা আলী আহমদের। হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবির দীর্ঘ ৬ ঘন্টা অস্ত্রোপচারের পর বাইপাস সার্জারি সম্পন্ন করেন। তবে সফল অস্ত্রোপচারের পর আলী আহমদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

এই শীর্ষ নেতা দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য সিলেট জেলা বিএনপি ও পরিবারের পক্ষথেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।