সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ওপেন হার্ট সার্জারির জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি হতে ঢাকায় অবস্থান করছেন। তিনি আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হবেন। ভর্তির পর চিকিৎসকের নির্দেশত মত তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হবে। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন।
এদিকে, তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। -বিজ্ঞপ্তি