
সিলেট সুরমা ডেস্ক : পাবনার আতাইকুলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৪০ জন।
রোববার দুপুরে আতাইকুলার বনগ্রাম বাজাররের পাশে বহাল বাড়িয়া এলাকার পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ওসি মাসুদ বলেন, পাবনা থেকে ঢাকাগামী সুমি ট্রাভেলসের বাসের সঙ্গে উল্লাপাড়া থেকে ছেড়ে আসা পাবনাগামী শাহ নকিব পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের এবং হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইউনুস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।
“গতি বেশি থাকার কারণে দুটি বাসই দুমড়ে মুচড়ে গেছে। তবে বাসের নিচে ও ভেতরে তল্লাশি করে আর কাউকে পাওয়া যায়নি।”
এদিকে দুর্ঘটনার পর পাবনা-ঢাকা মহাসড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে হাইওয়ের পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান তিনি।