• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অগ্রণী ব্যাংক থেকে ৫ লাখ টাকা চুরি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার অগ্রণী ব্যাংকের কাউন্টার থেকে এক ব্যবসায়ীর ৫ লাখ ৬৪ হাজার টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরায় চোরদের শনাক্ত করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১১টায় এ চুরির ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, অগ্রণী ব্যাংকের কাউন্টারে স্থানীয় এক কাঁচামাল ব্যবসায়ী ৫ লাখ ৬৪ হাজার টাকা জমা দিতে আসেন। এ সময় তার আশে পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিলেন।

ব্যবসায়ীর পেছনে দাঁড়িয়ে থাকা একজন লোক নিজে কিছু টাকা ফেলে দিয়ে ব্যবসায়ীকে টাকা তুলতে বলেন। ব্যবসায়ী টাকা তুলতে নিচে বসলে চোর টাকার ব্যাগটি নিয়ে দ্রুত কেটে পরে। সিসি ক্যামেরার ফুটেজে তাকে চিহ্নিত করা হয়। চোরকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে।