• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপি পরিকল্পিতভাবে ছাত্রদল ও যুবদলকে দিয়ে হামলা চালিয়েছে : ওবায়দুল কাদের

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে নিজেরাই পরিকল্পিতভাবে ছাত্রদল ও যুবদলকে দিয়ে হামলা চালিয়ে সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি ছাত্রদল-যুবদল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জনতার ঢল না নামায় একটি বড় সংবাদের প্রয়োজন ছিল, সেজন্য এ হামলার নাটক সাজিয়েছে তারা।
ওবায়দুল কাদের আজ রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এটা পুরাতন অভ্যাস নিজেরা মারামারি করে আর সরকারের উপর দোষ চাপায়। তাদের এই হামলা ছিল পরিকল্পিত। বড় নিউজ সৃষ্টির জন্য বিএনপিই সুপরিকল্পিত নিজেদের গাড়িবহরে হামলা চালিয়েছে।
তিনি বলেন, আমার কাছে খবর আছে ছাত্রদল ও যুবদলের মাধ্যমে এই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ওপর দায় চাপানো হয়েছে। (বাসস) :