সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নিখোঁজ হওয়ার ২ দিন পর বাড়ির টিনের চালের ওপর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান- হরিনাপাটি গ্রাম থেকে শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাকুয়ান আহমদ( ১০) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
জাকুয়ানের চাচা আলতাফ হোসেন জানান, বুধবার (২৫ অক্টোবর) বিকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয় জাকুয়ান। তারপর থেকে সে নিখোঁজ ছিল। থানায় সাধারণ ডায়রিও (জিডি) করা হয়েছিল।
“শুক্রবার রাতে দুর্গন্ধ ছড়ালে খোঁজাখুঁজি করে বাড়ির একটি ঘরের টিনের চালে তাকে মৃত পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”
এসআই মোশারফ বলেন, কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে আলামত পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।