২য় ফাইভ স্টার মেধাবৃত্তি পরিক্ষা ২০১৭ সম্পন্ন
‘‘প্রচলিত বৃত্তি পরিক্ষা ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ যোগায়,আজকের এই ছাত্রছাত্রীরা আগামী দিনের দেশের উন্নয়নের চাবিকাটি, বৃত্তি পরিক্ষা মেধার বিকাশ ও ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে’’ ২৭ শে অক্টোবর শুক্রবার ফাইভ স্টার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,সিলেট কর্তৃক আয়োজিত ২য় ফাইভ স্টার মেধা বৃত্তি পরিক্ষার হল পরিদর্শনকালে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে সিলেট ৩ নং আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবীব। পরিক্ষা কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে । অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দ মূখর পরিবেশে পরিক্ষাটি সম্পন্ন হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র ও সিলেট সিটি কর্পোরেশনের ২৫,২৬,২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট রোকশানা বেগম শাহনাজ ,সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আব্দুল মুকিত শাহীন ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ,সদস্য বিপ্রেশ চন্দ , তাপশ চন্দ , সজিব চন্দ, স্কলার্স কেয়ার একাডেমির অধ্যক্ষ জাবের উদ্দিন, স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি তরুণ সমাজ সেবক আলমগীর হোসেন, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের আব্দুল কাদির সভাপতি, সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী, আতিয়া ট্রেভেলস্’র সত্ত্বধিকারী কাওছার আহমদ রিপন, দক্ষিণ সুরমা ছ্ত্রালীগের সাধরণ সম্পাদক সানি আহমদ,পাঠাগার সম্পাদক খাজেদ আহমদ, যুবলীগ নেতা দুলাল আহমদ ,তরুণ সমাজ সংগঠক ফরহাদ আহমদ,রাজু আহমদ উপদেষ্টা ফ্রেন্ডস ক্লাব, লিটন আহমদ উপদেষ্টা ফ্রেন্ডস ক্লাব , জুবের আহমদ ভাইস প্রিন্সিপাল মেট্রোসিটি প্রি- ক্যাডেট একাডেমি ,রাজু আহমদ শিক্ষক নবারুন শিশু একাডেমি, মাছুম আহমদ ও জুমরাজ আহমদ পরিচালক এক্সেল কোচিং সেন্টার। বৃত্তি পরিক্ষায় শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সবুজ আহমদ , জাবেদ আহমদ ,রায়হান আহমদ , ইমরান আহমদ , মিলি নাথ , শিরিনা আক্তার , সীমা আক্তার জুই ,তাইয়্যেবা আক্তার , সুমা চন্দ । এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ পরীক্ষার হল পরিদর্শন করেন । আগত অতিথিরা ফাইভ স্টার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক মেধা পরীক্ষার কার্যক্রম দেখে প্রশংসা করেন । তারা ফাইভ স্টার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আগামীতে সামাজিক উন্নয়ন ও শিক্ষামূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । তাছাড়া অতিথিবৃন্দ ফাইভ স্টারের চেয়ারম্যান আব্দুল মুকিত শাহীনকে এ রকম একটি সুন্দর শিক্ষামূলক বৃত্তি পরিক্ষা আয়োজনের জন্য বিশেষ ভাবে ধন্যবাদ ও অভিন্দন জ্ঞাপন করেন । প্রেস-বিজ্ঞপ্তি।