• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাল্টা হামলায় খুন হয় মিয়াদ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : পাল্টা হামলায় নিহত হয়েছে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ। জেলা ছাত্রলীগ সেক্রেটারি রায়হান গ্রুপের কর্মী তোফায়েল আহমদ তোফার নেতৃত্বে এই খুনের ঘটনা ঘটে। ঘটনার সময় তোফায়েল আহমদও গুরুতর আহত হয়। তার শরীরের একাধিক স্থানেও ছুরিকাঘাত করা হয়েছে। এ কারণে ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তোফা সিলেটের হাসপাতালে গোপনে চিকিৎসা নেয়। পরে তাকে ঢাকার হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়।  পুলিশ ঘটনার তিন দিন পর গতকাল বুধবার (১৮ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তোফায়েলকে ঢাকার ওই হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।  পুলিশ জানায়, তোফায়েলের সঙ্গে মোবাইলে তর্কাতর্কির পর মিয়াদ দুই সহযোগীকে নিয়ে টিলাগড়ে যায়। সেখানে গিয়ে প্রথমে মিয়াদ তার দুই সহযোগীকে নিয়ে তোফায়েলের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে তোফায়েল আহতও হয়। হামলার সময় তোফায়েল স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কার্যালয়ের সামনে দৌড়ে চলে আসে। ওখানে থাকা তার সহযোগীদের নিয়ে পাল্টা হামলা চালায়। ওই সময় ছুরিকাঘাতে খুন হয়েছে মিয়াদ।   সিলেটের শাহপরণা থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা ঘটনা সম্পর্কে ধারণা পেয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে অবগত করেছেন পাল্টা হামলায় নিহত হয়েছে ওমর আহমদ মিয়াদ। প্রথমে তোফায়েলের ওপর হামলা করা হয়েছিল। এ কারণে তোফায়েল আহতও হয়েছে। এদিকে গ্রেপ্তারের পর ঢাকার হাসপাতালেই তোফায়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খুনের ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তাদের নামও পেয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।