• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ভারতীয় মদ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৭

নিজস্ব সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়- মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই বদিউজ্জামান ও সমিরণ দাস অভিযান চালিয়ে বাঘেরকুড়ি সড়কের পাশ থেকে ৪৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারীরা পালিয়ে যায়।  থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।