• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৭

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৯নং দাউদপুর ইউনিয়ন শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা গত ৯ অক্টোবর সোমবার রাতে ইলাগঞ্জবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার।    দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকনের সভাপতিত্বে শ্রমিকলীগ নেতা সাইফুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা কিজির খান, পংকি মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলী হোসেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জামাল হোসেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান-১ শাহিদা বেগম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউনিয়ন শাখার সভাপতি বাহার উদ্দিন, মিসবাহ উদ্দিন টুনু মেম্বার, মনোয়ারা বেগম মেম্বার, উপজেলা যুবলীগ নেতা মনছুর আহমদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাইদুল রহমান, যুগ্ম আহবায়ক হানিফ আহমদ, ছালিক আহমদ, জামাল উদ্দিন নিজাম, আব্দুল হান্নান, শ্রমিকলীগ নেতা নিরঞ্জন পাল, আব্দুস শহীদ, দুলাল আহমদ, আব্দুল আলীম, মনছুর, জুবেল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইফতার আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগ মেহনতী শ্রমিকদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের সংগঠন অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বলেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে শ্রমিকলীগের তৃণমূল পর্যায়ের নেতকর্মীদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শ্রমিকলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি