• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হকার উচ্ছেদে সিসিক ও পুলিশের যৌথ অভিযান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরী থেকে হকার উচ্ছেদে যৌথভাবে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন ও কোতোয়ালি থানা পুলিশ।   রবিবার (০৯ অক্টোবর) দুপুরে এ অভিযান হলেও বিকেলেই দেখা যায় পুরনো চিত্র। আবারও ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসান হকাররা। অভিযান শুরুর আগে থেকেই কোর্ট এলাকার ফুটপাতের দোকানপাট খালি হতে দেখা গেলেও বিকেলে আবারও সেখানে দোকান বসে।   কোতোয়ালি থানা পুলিশ রোববার নগরীর চৌহাট্টা থেকে অভিযান শুরু করে জিন্দাবাজার হয়েও বন্দরবাজার এলাকায় গিয়ে অভিযান শেষ করে। তবে অভিযানের খবর পেয়ে আগেই হকাররা জিনিসপত্র নিয়ে সরে যায়।    বন্দরবাজার এলাকার ক্রোকারিজ ব্যবসায়ী মাহবুবুর রহমান চৌধুরী জানান- ব্যবসা পরিচালনা করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। হকাররা নগরীর ব্যস্ততম সড়কগুলো অবৈধভাবে দখল করে ব্যবসা করছে বিনা ভাড়ায়। তারা কমমূল্যে নিম্নমানের পণ্য বিক্রি করছে। আর আমরা সাধারণ ব্যবসায়ীরা দোকানভাড়াসহ বিভিন্ন খরচ বহন করে ব্যবসা পরিচালনা করে আসছি।