সিলেট সুরমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে এখন একমাত্র একটি বিষয়ই কাজ করবে।
টুইট করে ট্রাম্প বলেন, একের পর এক প্রেসিডেন্ট ও তাদের প্রশাসন উত্তর কোরিয়ার সাথে ২৫ বছর ধরে কথা বলে আসছে, চুক্তি করেছে এবং প্রচুর অর্থ খরচ করেছে।
তিনি বলেন, কিন্তু এতে কাজ হয়নি। কালি শুকানোর আগেই চুক্তি লংঘন করা হয়েছে। মার্কিন আলোচকদের বোকা বানানো হয়েছে। দু:খিত, এখন কেবল একটি বিষয়ই কাজ করবে।
উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে বাগযুদ্ধে লিপ্ত থাকা ট্রাম্প শনিবার সাবেক গভর্ণর মাইক হুকাবি’র টিভি শোতে কথা বলতে গিয়ে বিষয়টিতে ফিরে আসেন। এ সময়ে তিনি উত্তর কোরিয়া বিষয়ে পর্যাপ্ত উদ্যোগ না নেয়ায় পূর্বের প্রশাসনগুলোকে দায়ী করেন। ট্রাম্প বলেন, ২৫ বছর আগে অথবা ১০ বছর আগে কিংবা ওবামা প্রশাসনের সময়ে উত্তর কোরিয়া বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া উচিত ছিল।
উল্লেখ্য, পরমাণু কর্মসূচি প্রশ্নে উত্তর কোরিয়াকে থামাতে শক্তি প্রয়োগের বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইতোমধ্যে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেয়ারও হুমকি দিয়েছে।