• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অবশেষে কদমতলীতে শুরু হলো ড্রেন নির্মাণের কাজ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৭

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ভেতর দীর্ঘদিন ধরে ড্রেন ও গ্যাস সংযোগ থেকে বঞ্চিত ২২ টি পরিবারসহ সাধারণ মানুষের মুখে অবশেষে হাসি ফুটলো। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুরু হল আরসিসি পাকা ড্রেন নির্মাণের কাজ। ২৬ নং ওয়ার্ডের জন-নন্দিত কাউন্সিলর, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র সভাপতি হাজী তৌফিক বকস্ লিপনের ঐকান্তিক চেষ্ঠার ফলে সোমবার সকাল ১১ টা থেকে আরসিসি ড্রেনের সীমানা নির্ধারণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর হাজী তৌফিক বকস্ লিপন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সামছুল হক,সিটি ইঞ্জিনিয়ার দেবু, ঠিকাদার ইয়ামিন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,২২ পরিবারের সদস্য কুয়েত প্রবাসী আব্দুর রউফ,আজমল মিয়া,জুনুব আলী,এম এ মালেক, বাবলু হোসেন হৃদয়, গুলশান আহমদ,নিজাম উদ্দিন,সওকত আহমদ,খছরুল আহমদ,গুলজার আহমদ,সেলিম আহমদ,শহীদ আহমদ,ফখরুল আহমদ,টিপু আহমদ,রোমান আহমদ,মুন্না আহমদ,নজরুল ইসলাম ফাহিম,ফরহাদ আহমদ,রিমন আহমদ,কাজল আহমদ,তুহিন আহমদ,রাদিক আহমদ প্রমুখ। উল্লেখ্য ১৯৮৬ ইং সালে শাহজালাল সেতু নির্মাণের সময় জমি অধিগ্রহন করায় ২২ টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেলে সরকারের পক্ষ থেকে উচু কয়েকটি সিড়ি নির্মাণ করে দেওয়া হলেও ২২ টি পরিবারের ড্রেনেজ সমস্যা প্রকট আকার ধারণ করে। ভোক্তভোগিরা ড্রেন নির্মাণের জন্য ইতিপূর্বে সরকারী বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো আশানুরূপ ফল পাননি। পরবর্তীতে ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড হিসেবে উক্ত এলাকা সিটির আওতাধীন চলে গেলে দু-বারের নির্বাচিত সাবেক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমদ রনির কাছে ২২ পরিবারের সদস্যরা তাদের সমস্যার কথা জানালে তিনি কোনো উদ্যোগ গ্রহন করেননি। সর্বশেষ কদমতলীর কৃত্বি সন্তান কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপন ২২ পরিবারের দুঃখ দুর্দশা লাঘবে এগিয়ে আসেন। অনেক প্রতিবন্ধকতা ছিন্ন করে তিনি এগিয়ে যান তাঁর আপন গতিতে। সিটি কর্পোরেশনের মাধ্যামে ড্রেন নির্মাণ কাজের ব্যবস্থা করেন। উক্ত ড্রেন নির্মাণের ফলে শাহজালাল সেতুর ওভারব্রীজের নিচে সিলেট জকিগঞ্জ সড়কের উপর সৃষ্ঠি হওয়া জলাবদ্ধতা দুর হওয়ার পাশাপাশি ২২ টি পরিবারের ড্রেনেজ সমস্যার সমাধান হবে। ড্রেনটি সেতু সড়কের পাশ্ববর্তী স্থানের জকিগঞ্জ সড়ক থেকে ফেরিঘাট সড়কের সাথে মিলিত হবে। ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহন করায় কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ২২ পরিবারের সদস্যবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।